বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত হায়ে যা বলেন মালান

বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত হায়ে যা বলেন মালান

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডেভিড মালান। শিরোপা জয়ের আনন্দে ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার আত্মহারা ছিলেন।

চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে মালান ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। তিনি কেবল এক রান করে শরিফুল ইসলামের দুর্দান্ত ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের শিকার হন।

তবে পুরো টুর্নামেন্টজুড়ে মালানের পারফরম্যান্স ছিল অনবদ্য। বরিশালে যোগ দেয়ার পর থেকেই দলের রূপ পরিবর্তন হয়। আসরে ৯ ম্যাচে ৬৩.২০ গড়ে ৩১৬ রান করেছেন তিনি। মালানের স্ট্রাইক রেট ছিল ১৫৬.৪৩। তিনি তিনটি হাফ সেঞ্চুরি এবং ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ফাইনালসহ ৯ ইনিংসে কেবল তিনটি ইনিংসে এক অঙ্কে ফিরেছেন, বাকি ছয়টি ইনিংসে ৩০ রানের বেশি রান করেছেন।

শিরোপা জয়ের উদযাপনকালে জিমি নিশামের এক প্রশ্নের জবাবে মালান বলেন, “অসাধারণ অনুভূতি। এটি দীর্ঘ যাত্রা ছিল। শিরোপা জিততে পেরে খুব ভালো লাগছে এবং টুর্নামেন্টে অবদান রাখতে পেরে গর্বিত। আগামীকাল আমার ফ্লাইট, এর আগে একটা দারুণ রাতের আশা করছি।”

চিটাগংয়ের দেয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে, তামিম ইকবাল ও মালান একসাথে একই ওভারে আউট হয়ে বিপদে পড়ে বরিশাল। তবে কাইল মেয়ার্সের ২৮ বলে ৪৬ এবং রিশাদ হোসেনের ছয় বলে ১৮ রানের ইনিংসে শিরোপা জিতে বরিশাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *