শিরোনাম :
সাকিব আল হাসান নতুন করে যে মামলার আসামি হতে পারেন রাজধানীতে আওয়ামী লীগের মিছিল যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের নেগোসিয়েশনের যে উদ্যোগ নিয়েছে সরকার আইপিএলে মুস্তাফিজ যে রেকর্ড এখন পর্যন্ত ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার যে কারনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র চিকিৎসার জন্য দেশের বাইরে যে দেশে যাচ্ছেন তামিম যার কথায় নাম পরিবর্তন করছেন আল্লু অর্জুন, আলোচনায় নেটদুনিয়া বিশ্বে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান কতো? শীর্ষে আয়ারল্যান্ড থাইল্যান্ড সফরে যে সব সাফল্যের যেসব বার্তা আনলেন ড. ইউনূস ড. ইউনূস ও মোদির বৈঠক নিয়ে যা বলেন মির্জা ফখরুল ড. ইউনূস ও নরেন্দ্র মোদীর প্রথম বৈঠকে, হাসিনাকে নিয়ে যে আলোচনা হল বাংলাদেশি তরুণ ভাড়াটে রুশ সেনা হিসেবে ইউক্রেন যুদ্ধে গিয়ে নিহত জোড়া খুন, হুকুমের আসামি ছোট্ট সাজ্জাদ ও তাঁর স্ত্রী যে কারনে রয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’ ২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ থেকে জানা গেলো এক চমকপ্রদ তথ্য অবশেষে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যে বিষয় বৈঠকে বসছেন মোদি যেখানে দেখা গেলো পলাতক সাবেক ৪ মন্ত্রীকে বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান জানিয়ে যা বলেন ভারতের ত্রিপুরার রাজপরিবার প্রধান এবার যেখানে প্রকাশ্যে দেখা গেল হাছান মাহমুদকে ঈদএর দিনও যেভাবে ফিলিস্তিনকে স্মরণ করলেন হামজা

যার কথায় নাম পরিবর্তন করছেন আল্লু অর্জুন, আলোচনায় নেটদুনিয়া

মাহমুদুল হাসান / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশকাল: রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন তার ক্যারিয়ারে দর্শকদের একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে ‘পুষ্পা’ ও ‘পুষ্পা ২’ সিনেমা গোটা উপমহাদেশে তুমুল সাড়া ফেলেছে। পর্দায় তিনি কখনো মাথা নত না করলেও বাস্তবে কিছুদিন আগে ঝুঁকতে হয়েছে তাকে।

এখন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে খবর, আল্লু অর্জুন তার নাম পরিবর্তন করতে যাচ্ছেন। অভিনেতার ভক্তরা মনে করছেন, এটি তার ফিল্ম ক্যারিয়ারের উন্নতির জন্য একটি পদক্ষেপ হতে পারে। তবে আল্লু অর্জুনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

এর আগে, ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু হয়, যার কারণে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এক রাত হাজতে থাকার পর তিনি মুক্তি পান। আর এখন শোনা যাচ্ছে, জ্যোতিষীর পরামর্শে নাকি নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অনেক বলিউড এবং দক্ষিণী তারকাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন, এবং কেউ কেউ নাম পরিবর্তনও করেন ‘নিউমেরোলজি’ অনুসারে। চলচ্চিত্র জগতে নাম পরিবর্তন একটি পুরনো বিশ্বাস, যা নতুন কিছু নয়। অনেক তারকাই, যেমন আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও, তাদের নাম পরিবর্তন করার পর ক্যারিয়ারেও সাফল্য পেয়েছেন বলে ধারণা করা হয়।

সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুন তার নামের সঙ্গে দুটি অতিরিক্ত ‘U’ এবং দুটি ‘N’ অক্ষর যুক্ত করার কথা ভাবছেন।

এদিকে, ‘পুষ্প ৩: দ্য র্যাম্পেজ’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা রয়েছে। প্রযোজক রবি শঙ্কর ইয়েলামঞ্চিলি ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে, সুকুমার পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পাবে। গত দুই পর্বের মতো এবারও জুটি বেঁধে অভিনয় করবেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *