একনজরে দেখে নিন উন্ড রবিন লিগের খেলা শেষে, সুপার লিগ খেলবে যে ৬ দল

একনজরে দেখে নিন উন্ড রবিন লিগের খেলা শেষে, সুপার লিগ খেলবে যে ৬ দল

শেষ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) রাউন্ড রবিন পর্ব। ১২ দলের টুর্নামেন্টে মাঠের লড়াই শেষে ছয় দল জায়গা করে নিয়েছে সুপার লিগে। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে শিরোপার লড়াই—সুপার সিক্স পর্ব।

১১ ম্যাচে ৯ জয় ও ২ পরাজয়—১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড।

বাকি চারটি দল নিয়েও জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। আজ রোববার (১৩ এপ্রিল) রাউন্ড রবিন পর্বের শেষ দিনের ম্যাচগুলো শেষে চূড়ান্ত হলো সুপার সিক্সের তালিকা। আজকের জয় দিয়ে নিজেদের অবস্থান উন্নত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক। অন্যদিকে বড় ব্যবধানে হেরে পিছিয়ে গেছে লিজেন্ডস অব রুপগঞ্জ।

✅ সুপার লিগে জায়গা পাওয়া ছয় দলের অবস্থান:

  1. মোহামেডান স্পোর্টিং ক্লাব – ১৮ পয়েন্ট
  2. আবাহনী লিমিটেড – ১৮ পয়েন্ট
  3. গাজী গ্রুপ ক্রিকেটার্স – ১৬ পয়েন্ট
  4. গুলশান টিগার্স – ১৫ পয়েন্ট
  5. অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব – ১৪ পয়েন্ট
  6. লিজেন্ডস অব রুপগঞ্জ – ১৩ পয়েন্ট

রেলিগেশন এড়ালো যারা:

সুপার লিগে উঠতে না পারলেও রেলিগেশন লিগ থেকে নিরাপদে আছে মধ্যম অবস্থানে থাকা তিন দল:

  1. প্রাইম ব্যাংক – ১০ পয়েন্ট
  2. ধানমন্ডি স্পোর্টস ক্লাব – ৮ পয়েন্ট
  3. রুপগঞ্জ টাইগার্স – ৭ পয়েন্ট

রেলিগেশন লিগে নামলো যে তিন দল:

  1. পারটেক্স স্পোর্টিং ক্লাব – ৬ পয়েন্ট
  2. ব্রাদার্স ইউনিয়ন – ৫ পয়েন্ট
  3. শাইনপুকুর ক্রিকেট ক্লাব – ২ পয়েন্ট

সুপার লিগের মতো রেলিগেশন লিগেও প্রথম পর্বের পয়েন্ট বহাল থাকবে। সে হিসেবে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা শাইনপুকুরের প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা অনেকটাই প্রকট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *