বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। লড়াইয়ে বাংলাদেশ বাদে আছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলছে ক্যারিবিয়ান মেয়েরা। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ১৬৭। ওয়েস্ট ইন্ডিজ যদি ১০.১ ওভারের মধ্যে ১৬৭ রান করে ম্যাচ জিতে নেয় তখন বিশ্বকাপে যাবে ওয়েস্ট ইন্ডিজই। যদি এর চেয়ে বেশি বল খেলে জয় পায় তখন বাদ যাবে ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপে যাবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ যদি থাইল্যান্ডের করা ১৬৬ রান করে তারপর ৬ হাঁকিয়ে জিততে পারে অর্থাৎ ১৭২ রান করতে পারে তখন ১১.১ ওভার পর্যন্ত সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজের। তবে এই ওভারের পরে ১৭২ রান করলেও বাংলাদেশ যাবে বিশ্বকাপে।
বর্তমানে বাংলাদেশের হাতে আর কিছু নেই। সবকিছু নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ওপর। এই প্রতিবেদন লেখার সময় থাইদের বিপক্ষে ৭ ওভারেই ১০৫ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, উইকেট হারিয়েছে ২টি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩ ওভারে ৬২ রান।
বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ৩ ম্যাচে ৩ জয়ের ফলে বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের কাছে হারায় জটিল হয়ে গেছে সমীকরণ।