৪ না মেরে ছক্কা হাঁকানোয় বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বদলে বাংলাদেশ

৪ না মেরে ছক্কা হাঁকানোয় বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বদলে বাংলাদেশ

আইসিসিরি নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে ৬ উইকেটে থাইল্যান্ডকে হারালেও নেট রান রেটে বাংলাদেশকে টপকে যেতে পারেনি। ফলে বাংলাদেশই নিশ্চিত করেছে বিশ্বকাপ।

টুর্নামেন্টের শেষ দিনটা ছিল রোমাঞ্চে ঠাসা। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচে তাকিয়ে ছিল বাংলাদেশ। আগে ব্যাট করে থাইল্যান্ড করে ১৬৬ রান। ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৬৭ রানের লক্ষ্য। এই রান ১০.১ ওভারে ছুঁতে পারলে বাংলাদেশকে টপকে বিশ্বকাপে চলে যেতে পারত ওয়েস্ট ইন্ডিজ।

শুরুটাও দারুণভাবে করেছিল ক্যারিবিয়ান মেয়েরা। তবে শেষ দিকে বহু চেষ্টার পরে মেলানো যায়নি সমীকরণ। ওয়েস্ট ইন্ডিজ ১৬৮ রান করে ম্যাচ জিতেছে ঠিকই, তবে লেগেছে ১০.৫ ওভার। ১১ ওভারে ১৭২ রান করতে পারলেও সুযোগ ছিল, তাও হয়নি। ১৬২ রানের পর ৪ না মেরে ৬ হাকিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাই তারা ১১ ওভারে ১৭২ রানের সমীকরণ মিলাতেও ব্যর্থ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *