এবারের ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’, যা ইতোমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় হাউজফুল শো চলছে সিনেমাটির। মুক্তির প্রথম দিনেই ‘জংলি’ আয় করে ৬ লাখ টাকা।
মুক্তির ২০তম দিনে এসে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ২০ লাখ টাকায়। এ সাফল্যের খবর নিজেই জানিয়েছেন সিয়াম আহমেদ, সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে। তিনি লেখেন, “রিলিজের দিন না, পহেলা বৈশাখ না, কোনো শুক্রবারও না।”
সিয়াম আরও বলেন, “মুক্তির বিশতম দিনে এসেও যদি একটি সিনেমা এমন ভালোবাসা পায়, তাহলে বোঝা যায় দর্শকদের হৃদয়ে সেটা কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছে। ‘জংলি’র জন্য এই ভালোবাসার স্রোত দীর্ঘ হোক।”
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় তুলে ধরা হয়েছে এক বাবা-মেয়ের আবেগঘন গল্প, যা দর্শকদের চোখে জল এনে দিয়েছে। এখানে সিয়াম অভিনয় করেছেন ‘জনি’ নামের একটি চরিত্রে, যে ধীরে ধীরে ‘জংলি’তে রূপান্তরিত হয়।
সিনেমার প্রথমভাগে দেখা মেলে চেনা সেই ‘চকলেট বয়’ সিয়ামকে, তবে গল্প এগোতেই একেবারে নতুন এক রূপে হাজির হন তিনি—পাশের বাড়ির সুজন ছেলে নয়, বরং সমাজবিচ্যুত, রাগী এক তরুণ। পর্দায় সেই রূপে তিনি সত্যিকারের ‘জংলি’ হয়ে উঠেছেন।