বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: সাতদিনব্যাপী উদযাপন কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: সাতদিনব্যাপী উদযাপন কর্মসূচি ঘোষণা

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলটি সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল বুধবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিস্তারিত কর্মসূচি জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১ আগস্ট বেলা দুইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে “বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১ সেপ্টেম্বর সকাল ছয়টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে অংশ নেবেন বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উক্ত দিনে দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিও অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয় থেকে র‍্যালি বের হবে এবং ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র, পোস্টার প্রকাশ এবং সমসাময়িক বিষয় নিয়ে গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *