এশিয়া কাপে আফগানিস্তানের নেতৃত্বে রশিদ খান, স্কোয়াডে অলরাউন্ডারের ছড়াছড়ি

এশিয়া কাপে আফগানিস্তানের নেতৃত্বে রশিদ খান, স্কোয়াডে অলরাউন্ডারের ছড়াছড়ি

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ব্যতিক্রমী এক উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ঝুলছে ব্যানার—যেখানে খেলোয়াড়দের ছবি ও নাম দিয়ে স্কোয়াড প্রকাশ করেছে তারা।

১৭ সদস্যের মূল দলে নেতৃত্ব দেবেন দেশটির ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আরও তিনজনকে।

দলে অলরাউন্ডারের আধিক্য

টি-টোয়েন্টি সংস্করণের কথা মাথায় রেখে স্কোয়াডে রাখা হয়েছে একাধিক অলরাউন্ডার। তিন স্পিন অলরাউন্ডার—মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ ও অধিনায়ক রশিদের পাশাপাশি আছেন তিন পেস অলরাউন্ডার—আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত ও গুলবদিন নাইব।

স্পিন বিভাগের শক্তি

স্পিন বরাবরই আফগানিস্তানের মূল শক্তি। এবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন মুজিব উর রেহমান, নুর আহমেদ ও রহস্যময় লেগ-স্পিনার আল্লাহ গজনফর।

পেস বোলিং ও উইকেটকিপার

তিন পেসার—নাভিন উল হক, ফজলহক ফারুকি ও ফরিদ মালিক থাকছেন মূল স্কোয়াডে। প্রত্যাশিতভাবেই উইকেটকিপার হিসেবে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ ইশাককে।

শেষ সিরিজ থেকে পরিবর্তন

আফগানিস্তান সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরের জিম্বাবুয়ে সফরে। সেই দল থেকে বাদ পড়েছেন হজরতউল্লাহ জাজাই ও জুবাইদ আকবরি। নতুনভাবে দলে এসেছেন ইব্রাহিম জাদরান ও শরফউদ্দিন আশরাফ।

প্রস্তুতি ও সূচি

আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আফগান ক্রিকেটাররা নিয়মিত ব্যস্ত ছিলেন আইপিএল, পিএসএল, বিপিএল, এসএ২০ এবং ঘরোয়া শপাগিজা লিগে। এশিয়া কাপের আগে পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

এবারের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ হংকং। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই ম্যাচ যথাক্রমে বাংলাদেশ (১৬ সেপ্টেম্বর) ও শ্রীলঙ্কার (১৮ সেপ্টেম্বর) বিপক্ষে।

আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড

মূল দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দরবেশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, গুলবদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), আল্লাহ গজনফর, মুজিব উর রেহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি ও নাভিন উল হক।

রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গিয়াল খারোতি ও আবদুল্লাহ আহমেদজাই।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *