বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “গত ১৫ বছর বিএনপির যেসব নেতাকর্মীর জন্য লড়াই করেছি, আজ তারাই আমাকে ধাক্কা দেয়।”
রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সীমানা পুনর্নির্ধারণে দাবি-আপত্তির শুনানিতে অংশ নিতে গিয়েছিলেন তিনি।
রুমিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বর্তমান প্রার্থী মানুষকে পিটিয়ে স্বীকারোক্তি আদায় করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে প্রমাণ উপস্থাপন করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত জনসংখ্যার ভিত্তিতে সঠিক হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, আশা করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী গুন্ডা-পান্ডা নিয়ে ইসিতে আসবেন না। কিন্তু বাস্তবে তিনি সমর্থকদের নিয়ে এসে মারামারি করেছেন। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ সময় এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতির বিষয়েও মন্তব্য করেন রুমিন। তার ভাষায়, “উনি যেহেতু পরিচিত মুখ নন, তাই তিনি জামায়াত নাকি এনসিপি—আমি জানি না। তবে প্রথমে তার লোকজন আমাকে ধাক্কা দিয়েছে। আমাকে ধাক্কা দিলে আমার সমর্থকেরা নিশ্চুপ থাকবে কেন? আমি একজন নারী, আমার লোকজন যখন মার খেয়েছে, তখন তারাও জবাব দিয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই ২০০৮ সালের আগের সীমানায় ফেরার দাবি করে এসেছে। তার মতে, সেই সীমানায় ফিরে যাওয়া উচিত। কারণ গত ১৫ বছর ধরে ‘ফ্যাসিস্ট সরকার’ নিজেদের সুবিধামতো সীমানা নির্ধারণ করেছিল।
ঘটনার প্রসঙ্গে রুমিনের কণ্ঠে আক্ষেপ ছিল স্পষ্ট: “এমন মারামারি গত ১৫ বছরে হয়নি। অথচ আজ হলো। যাদের জন্য এতদিন লড়লাম, তারাই আজ আমাকে ধাক্কা দিল। ঠিক আছে—ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই।”

