ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিহাস গড়েছেন। তিনি একমাত্র ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০টি করে গোল করার কীর্তি অর্জন করেছেন। তবে রেকর্ড গড়ার দিনে সৌদি সুপার কাপের ফাইনালে তার ক্লাব আল নাসর টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি।

শনিবার (২৩ আগস্ট) খেলা শেষ হয় ২-২ সমতায়, পরে টাইব্রেকারে আল নাসর হেরে যায় আল আহলির কাছে। ম্যাচের ৪১ মিনিটে রোনালদো পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে তিনি চার ক্লাবের হয়ে অন্তত ১০০টি করে গোল করার রেকর্ড স্পর্শ করেন।

রোনালদোর ক্যারিয়ার লক্ষ্য:

  • ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫ গোল
  • রিয়াল মাদ্রিদ: ৪৫০ গোল
  • জুভেন্টাস: ১০১ গোল
  • আল নাসর: ১০০ গোল

এর আগে ইতিহাসে তিনজন ফুটবলার তিনটি ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন—স্পেনের ইসিদরো ল্যাঙ্গারা, ব্রাজিলের রোমারিও ও নেইমার। তবে চার ক্লাবের এই রেকর্ডে এককভাবে শীর্ষে রোনালদো।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *