আওয়ামী লীগের গবেষণা ও তথ্যপ্রচার সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন (সিআরআই)-র দায়িত্ব এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনের কাছে একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে পুতুল এখান থেকেই সংস্থার যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। একই এলাকা থেকে বাস করছেন তার মা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সূত্র জানাচ্ছে, সিআরআই বর্তমানে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াতে ইসলামি এবং এনসিপির বিরুদ্ধে সাইবার আক্রমণ, প্রোপাগান্ডা এবং জনমত তৈরির কার্যক্রম চালাচ্ছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে এআই (Artificial Intelligence)-ভিত্তিক ভিডিও, বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল। লক্ষ্য হলো অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কমানো, আগামী জাতীয় নির্বাচনের প্রভাব সীমিত করা এবং রাজনৈতিক বিরোধীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা।
প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় ২০১০ সালে, ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িতে। তবে বাস্তবে নানা জায়গা থেকে পরিচালিত হতো সিআরআই। ২০২৩ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সংস্থার কার্যক্রম কিছুটা স্থবির হয়ে যায়। তবে গত তিন মাসে তা পুনরায় সক্রিয় হয়েছে।
প্রথমে সিআরআই পরিচালনা করছিলেন সজীব ওয়াজেদ জয়, তবে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় এখন তার দায়িত্বে থাকার সুযোগ নেই। এর ফলে শেখ হাসিনার নির্দেশে পুতুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিয়মিত দিল্লির কার্যালয়ে অফিস করছেন এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশে সংস্থার কার্যক্রম দেখভাল করছেন।
অভিযোগ রয়েছে, সিআরআই মূলত সরকারের বিরুদ্ধে জনমত তৈরি, রাজনৈতিক বিরোধীদের বিভাজন এবং রাজনৈতিক শক্তিকে নিয়ন্ত্রণে রাখার কাজে নিয়োজিত। সংস্থার পক্ষ থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন কৌশলগত প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এছাড়া শিক্ষাঙ্গন ও সামাজিক মাধ্যমের মাধ্যমে বৃহৎ কর্মী সমর্থক জড়ো করার পরিকল্পনাও রয়েছে।
সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে সিআরআই’র ট্রাস্টি বোর্ডে এখনও রয়েছেন শেখ পরিবারের একাধিক সদস্য। সংস্থার লক্ষ্য হলো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের প্রভাব শক্তিশালী করা।