কক্সবাজারে লাবনী পয়েন্টে গোসলে গিয়ে নিখোঁজ মুশফিকুর রহিমের ভাতিজার লাশ উদ্ধার
গতকাল ৭ সেপ্টেম্বর কক্সবাজারের লাবনী পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন মুশফিকুর রহিমের ১৮ বছর বয়সী ভাতিজা আহনাফ। স্রোতের সঙ্গে ভেসে যাওয়ায় দুই বন্ধুকে সিসেইফ লাইফগার্ড উদ্ধার করতে সক্ষম হন।
কিন্তু আহনাফ নিখোঁজ ছিলেন। আজ স্থানীয় জনগণ সমিতি পাড়া পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। প্রশাসন ইতিমধ্যে ঘটনার সত্যতা নির্ধারণে তদন্ত শুরু করেছে।