বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সম্প্রতি সেখান থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ ও জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন।
জাহানারার এই বক্তব্য নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, জাহানারার উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সম্প্রতি জাতীয় নারী দলের সাবেক এক সদস্য গণমাধ্যমে কিছু মন্তব্য করেছেন, যেখানে তিনি বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। এসব অভিযোগকে বিসিবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে, কারণ এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’
বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ নারী দল যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করছে, তখন এমন বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য অত্যন্ত দুঃখজনক। বিসিবি মনে করে, এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য দলের মনোবল নষ্ট করা এবং তাদের ঐক্যে আঘাত হানা।’

