জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর মেয়াদ থাকলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির হোম সিরিজের পর আর এই দায়িত্বে থাকছেন না তিনি। ইতোমধ্যেই বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের অন্যতম সফল এই কোচ।
আজ (বুধবার) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে সালাউদ্দিন বলেন,
“হ্যাঁ, আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আজ গিয়ে আনুষ্ঠানিকতা শেষ করব। তবে আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করব।”
পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি জানান,
“কোচিং আমার ভালো লাগার জায়গা। মাঠই আমার সব। কিন্তু যখন মনে হলো এটা আর উপভোগ করতে পারছি না, তখন সরে যাওয়াই শ্রেয়। আমি দায়িত্বটা আর উপভোগ করছি না।”
তবে তিনি জোর দিয়ে বলেছেন, প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধই ছিল কয়েক মাস ধরে।
উল্লেখ্য, সম্প্রতি বিসিবি হঠাৎ করে আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে, যা নিয়ে সমালোচনা উঠেছে ক্রিকেট অঙ্গনে। অনেকেই মনে করছেন, তাকে আগে বয়সভিত্তিক বা ‘এ’ দলের কোচ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া উচিত ছিল। তবে সালাউদ্দিন এ বিষয়ে বলেছেন,
“আশরাফুলের অন্তর্ভুক্তিকে আমি স্বাভাবিকভাবেই নিয়েছি।”
সিনিয়র সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও পালন করছিলেন সালাউদ্দিন। ব্যাটিং ব্যর্থতার দায় এবং আফগানিস্তান সিরিজে উইকেটকিপার নির্বাচনে ভুল সিদ্ধান্তের অভিযোগেও তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও কোচিং থেকে দূরে যাচ্ছেন না তিনি। জানা গেছে, আসন্ন বিপিএলে কোনো একটি ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে আবারও দেখা যেতে পারে মোহাম্মদ সালাউদ্দিনকে।

