সমুদ্র দেখতে গিয়ে প্রাণ গেল পাঁচ তরুণের — পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

সমুদ্র দেখতে গিয়ে প্রাণ গেল পাঁচ তরুণের — পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা—সমুদ্র দেখতে যাওয়ার পথে প্রাণ গেল এক পরিবারের পাঁচ সদস্যের। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মারসা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই কুমিল্লা চৌদ্দগ্রামের বাতিসা এলাকার বাসিন্দা। তাঁরা হলেন—রুমানা আকতার (৬০), তাঁর মেয়ে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাদিয়া হক (২৪), লিজা মজুমদার (২৫), তাঁর মা রাশেদা শিল্পী (৫০) এবং বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার (২৪)

আহত হয়েছেন রুমানা আকতারের স্বামী এনামুল হক, মাইক্রোবাসের চালক ও নিহত লিজার স্বামী আমিনুল হক, এবং তাঁদের ছয় বছর বয়সী সন্তান সাদমান। তাঁদেরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্য জান্নাতুল ফেরদৌস জানান, “আজ ভোরে তারা সবাই কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে আমাদের বাড়িতে আসারও কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর আসা হলো না—দেখা হলো না সমুদ্র।”

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভয়াবহ দৃশ্য দেখা যায়। বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে, আর মাইক্রোবাসটি প্রায় চূর্ণবিচূর্ণ।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাঁদের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

দেখা হলো না সমুদ্রের, পথেই থেমে গেল পাঁচ তরতাজা প্রাণের যাত্রা।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *