উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্দেশেই দেশটি শিগগিরই নতুন এক পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির সংসদ সদস্যদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ান বুধবার (৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থার সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী পুংগে-রি পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার সংসদীয় কমিটির সদস্য পাক সুং-ওন জানিয়েছেন, উত্তর কোরিয়া এখন তার পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে সংবিধানসম্মতভাবে বিকশিত করছে। তাঁর ভাষায়,
“পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে।”
একই কমিটির আরেক সদস্য লি সন-ওন জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক অবকাঠামো ও বিশেষজ্ঞদের প্রস্তুতি এমন পর্যায়ে রয়েছে যে, রাজনৈতিক সিদ্ধান্ত এলেই অতি স্বল্প সময়ে পরীক্ষা চালানো সম্ভব।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ড, মিসাইল উৎক্ষেপণ এবং পারমাণবিক ঘাঁটির কর্মচাঞ্চল্য ইঙ্গিত দিচ্ছে— শিগগিরই নতুন এক পারমাণবিক বিস্ফোরণের সাক্ষী হতে পারে বিশ্ব।

