পুরনো ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আবারও ত্রাস হয়ে ফিরলেন আর্লিং হালান্ড। সাবেক দলের বিপক্ষে করলেন এক দুর্দান্ত গোল। তবে আলো ছড়ালেন ইংলিশ তারকা ফিল ফোডেন—জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগে ৪-১ গোলের দাপুটে জয়ে নেতৃত্ব দেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল পেপ গার্দিওলার দলের হাতে। ২২ মিনিটে তিয়ানি রেইন্ডার্সের পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন ফোডেন, এগিয়ে দেন দলকে।
মাত্র সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। জেরেমি ডকুর দারুণ দৌড় আর নিখুঁত পাস থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান নরওয়েজিয়ান তারকা। চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে এটি ছিল তার ১৭ ম্যাচে ২৭তম গোল।
৫৭ মিনিটে আবারও জ্বলে ওঠেন ফোডেন। রেইন্ডার্সের পাস ধরে বাঁ পায়ের চমৎকার শটে দূরের পোস্টে বল পাঠিয়ে করেন নিজের দ্বিতীয় গোল।
৭২ মিনিটে ফ্রি-কিক থেকে ডর্টমুন্ডের ভল্ডেমার আন্তন ব্যবধান কমালেও তা ম্যাচের ফল পাল্টাতে পারেনি। যোগ করা সময়ে রায়ান চেরকির গোল সিটির ৪-১ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করে।
এই জয়ে চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি উঠেছে লিগ টেবিলের চতুর্থ স্থানে, অন্যদিকে ৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নেমে গেছে ডর্টমুন্ড।

