নতুন নারী ক্রিকেটারের অভিযোগে মঞ্জুরুল-জ্যোতিকে কেন্দ্র করে উত্তাল ক্রীড়াঙ্গন

নতুন নারী ক্রিকেটারের অভিযোগে মঞ্জুরুল-জ্যোতিকে কেন্দ্র করে উত্তাল ক্রীড়াঙ্গন

জাতীয় দলের সাবেক অধিনায়কের অভিযোগে আলোচনার ঝড়, দলবণ্টন ও ম্যানেজমেন্টের অনিয়মের তথ্য ফাঁস

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেটে অস্থিরতার ছায়া পড়েছে নতুন করে। জাতীয় দলের পেসার জাহানারা আলম সম্প্রতি টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর পুরো ক্রীড়াঙ্গন সরগরম।

এবার বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তিনি অভিযোগ করেছেন, বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। রুমানা বলেন,

“ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার চেষ্টা করেছে, এবং সফলও হয়েছে। ম্যানেজমেন্ট বলে আমি পারফর্মার, কিন্তু তারা বলে আমি আনফিট। একজন আনফিট খেলোয়াড় কখনও পারফর্মার হতে পারে না।”

রুমানা আরও অভিযোগ করেন, জাহানারার বিষয়টি এতদিন ধামাচাপা পড়ে ছিল, যা জেনে তিনি আগেও প্রকাশ করতেন। মঞ্জুরুল ইসলামের চরিত্র নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

“বিষয়টা এতদিন লুকানো ছিল, এটা কষ্ট দিয়েছে। আমি আগেও বলেছি, উনি (মঞ্জুরুল) এই ধরনের মানুষ। তবে আমি ঘটনাগুলো নিজে দেখিনি। কিন্তু একটা মেয়ের বোঝার কথা, কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হয়।”

তিনি আরও অভিযোগ করেছেন, অধিনায়ক জ্যোতি নিজের পছন্দের খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেন এবং তাদেরই সুযোগ দেন।

“ও সবসময় তাদের নিয়েই টিম করে, যারা ওর কথা শোনে। অনেকেই টিমে জায়গা পেতে ওর খেদমত করে। আমরা নিজের চোখে দেখেছি— কেউ ব্যাগ টানছে, কেউ ছোটখাটো কাজ করছে, শুধু দলে থাকার জন্য।”

জাহানারার অভিযোগের পর নারীদের ক্রিকেটে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। রুমানার এই বক্তব্য আরও উত্তেজনা সৃষ্টি করেছে এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন আলোচনার ঝড় তুলেছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *