জাহানারা ইস্যু নিয়ে যা বললেন সাবেক অধিনায়ক মাশরাফি

জাহানারা ইস্যু নিয়ে যা বললেন সাবেক অধিনায়ক মাশরাফি

বাংলাদেশ নারী ক্রিকেটের পেসার জাহানারা আলমের জাতীয় দলের সময় যৌন হয়রানির অভিযোগের প্রতিক্রিয়া দেশের ক্রীড়াঙ্গনে এখনও তোলপাড় সৃষ্টি করছে। তামিম ইকবালের পর এবার এই বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশ ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।”

উল্লেখ্য, জাহানারা আলম বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে দাবি করেছেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাঁকে যৌন হয়রানির শিকার করেছিলেন। এছাড়া, তাঁর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কোচিং স্টাফ এবং কিছু খেলোয়াড়েরও ভূমিকা ছিল বলে অভিযোগ করেছেন এই ৩২ বছর বয়সী পেসার।

এ ঘটনায় বিসিবি ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় ও কর্মকর্তারা।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *