ব্রাহ্মণবাড়িয়ার বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা মামাতো-ফুফাতো ভাই।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে, নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী।

নিহতরা হলেন—আক্তার হোসেনের ছেলে মো. তাকরিম (৩) এবং উচালিয়াপাড়া এলাকার মো. আদনান মিয়ার ছেলে মো. আদনান (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদনান কিছুদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছে। শনিবার সকালে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত দুই শিশু পুকুরে পড়ে যায়। এরপর স্বজনরা তাদের খুঁজতে গিয়ে পায়নি। দুপুরে স্থানীয়রা দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *