আসন্ন বিপিএলে রংপুরে জায়গা করে নিলেন মুস্তাফিজ

আসন্ন বিপিএলে রংপুরে জায়গা করে নিলেন মুস্তাফিজ

আসন্ন বিপিএলকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচটি দলই শুরু করেছে নিজেদের প্রস্তুতি। এ ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে বিগত আসরের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্সও দল গঠনে ব্যস্ত সময় কাটাচ্ছে। এবারও তারা তারকাখচিত দল গঠনের ইঙ্গিত দিয়েছে।

মাধ্যমের তথ্য অনুযায়ী, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। গত আসরে তিনি ঢাকা ক্যাপিটালসের জার্সিতে মাঠে নেমেছিলেন। এবার তাকে দলে ভিড়ানোয় রংপুর রাইডার্সের শক্তি আরও বাড়বে।

দলের নেতৃত্ব আগের মতোই থাকছে নুরুল হাসান সোহানের হাতে। হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার, আর ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল।

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসের, রাজশাহী পেয়েছে নাবিল গ্রুপ, সিলেটের মালিকানা ক্রিকেট উইথ সামি এবং ঢাকার ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)-এর হাতে গেছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *