বাংলাদেশের ক্রীড়া সংগঠক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়ার চুং ইউ সানকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত কংগ্রেসে ভোটগ্রহণ শুরু হয় বিকেল ৩টা ১৫ মিনিটে এবং শেষ হয় ৪টায়। প্রেসিডেন্ট পদে চপলের প্রতিদ্বন্দ্বী ছিলেন টানা পাঁচবারের এবং বর্তমান প্রেসিডেন্ট চুং ইউ সান, যিনি বিশ্বের বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা।
ভোটের ফলাফলে চুং ইউ সান অনলাইনে মাত্র ৯ ভোট পান, কিন্তু চপল ২৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন।
কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়া তিনি দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার বাংলাদেশের এই ক্রীড়া সংগঠক ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

