বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ১৭টি মানিলন্ডারিং মামলার তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে বলে সিআইডি জানিয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকালে সিআইডি বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে বিকেলে সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে মামলার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।

