কক্সবাজারে যুবলীগ-ছাত্রলীগের আকস্মিক ঝটিকা মিছিল

কক্সবাজারে যুবলীগ-ছাত্রলীগের আকস্মিক ঝটিকা মিছিল

কক্সবাজার পৌরসভার কলাতলী সড়কে আজ রোববার সকালে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতা–কর্মী ঝটিকা মিছিল করেছেন। মিছিল শেষে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। পরে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওচিত্রে দেখা গেছে, কলাতলী সড়কে ৫০ থেকে ৬০ জন নেতা–কর্মী ব্যানার হাতে হঠাৎ মিছিল শুরু করেন। এ সময় তাঁরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বন্ধের দাবিতে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সোয়া ৯টার দিকে হাঙর ভাস্কর্য মোড়ের কাছাকাছি স্থানে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা জড়ো হন। কিছুক্ষণ পর ব্যানার নিয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন তাঁরা। কয়েকজন তরুণ মিছিলের ভিডিও ও ছবি ধারণ করেন। অল্প দূর অগ্রসর হওয়ার পরই অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ছেড়ে চলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস। তিনি বলেন, “ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সকালবেলা কলাতলী সড়ক ফাঁকা থাকায় সুযোগ নিয়ে ঝটিকা মিছিলটি করা হয়েছে।”

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, অংশগ্রহণকারীদের ধরতে অভিযান চলছে। তবে বেলা একটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *