হংকং সিক্সেসের ফাইনালে পাকিস্তানের কাছে ৪৩ রানে হেরে শিরোপার স্বাদ পায় কুয়েত। গ্রুপপর্বে বড় দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখানোর পর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল ইয়াসিন প্যাটেলদের নেতৃত্বাধীন দলটি। তবে ফাইনালে আব্বাস আফ্রিদির অলরাউন্ড শান পাকিস্তানকে জয় এনে দেয়।
ফাইনালে টস জিতে কুয়েতকে আগে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আবদুল সামাদ ও আব্বাস আফ্রিদি। মাত্র ১৩ বলে ৫ ছক্কা সহ ৪২ রান করেন সামাদ। খাজা নাফ ২২ রান যোগ করেন দ্রুত। এরপর আব্বাস আফ্রিদি ঝড়ো ব্যাটিংয়ে ১১ বলে অপরাজিত ৫২ রান করে পাকিস্তানের ৩ উইকেটে ১৩৫ রানের বড় সংগ্রহ গড়ে দেন, যার মধ্যে ছিল ৭টি ছক্কা।
১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুয়েত শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং দেখায়। ওপেনার আদনান ইদ্রিস মাত্র ৮ বলে ৫ ছক্কায় ৩২ রান করেন। মিট ভাবসা ১২ বলে ৩৩ রান যোগ করেন। তবে এই জুটি আউট হওয়ার পর কুয়েতের ইনিংস দ্রুত ভেঙে পড়ে।
পাকিস্তানের স্পিনার মায়াজ সদাকাত মাত্র ২ ওভারে ৩ উইকেট তুলে ২৯ রান দেন, আর আব্বাস আফ্রিদি নেন আরও ১ উইকেট। কুয়েতের ইনিংস ৫.১ ওভারে ৯২ রানে থেমে যায়।
টুর্নামেন্টে দারুণ চমক দেখালেও শেষ পর্যন্ত ট্রফি ছুঁতে পারেনি কুয়েত। আব্বাস আফ্রিদির ব্যাট-বল দু’দিকের পারফরম্যান্সই ফাইনালের রূপান্তর ঘটিয়ে পাকিস্তানকে নতুন হংকং সিক্সেস চ্যাম্পিয়ন বানিয়েছে।

