‘দেশে যত সংকট চলছে সবই নাটক’ বিস্ফোরক মন্তব্য:মির্জা ফখরুলের

‘দেশে যত সংকট চলছে সবই নাটক’ বিস্ফোরক মন্তব্য:মির্জা ফখরুলের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে চলমান সব সংকটকে ‘নাটক’ হিসেবে উল্লেখ করেছেন। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নে বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, “দেশে যত সংকট দেখছেন, সবই তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়—যে কোনো প্রার্থীকে ভোট দেবে। এ সরকার জনগণের নয়, জনগণের দুঃখ-কষ্ট তারা বোঝে না।”

নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে এনসিপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল। তবে এসব দাবির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “গণভোট হতে হবে নির্বাচনের দিনেই। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ এসব বোঝে না, এগুলো বোঝে শিক্ষিত মানুষ। আমরা সব ধরনের সংস্কারে রাজি আছি, তবে যা মেনে নেব না—তা সংসদে গিয়ে পাস হবে না।”

আগামী নির্বাচনে ভোট চেয়ে ফখরুল বলেন, “দাঁড়িপাল্লা চেনেন তো আপনারা, এখানে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটি আমার শেষ নির্বাচন। এরপর আর নির্বাচন করার শক্তি থাকবে না। তাই আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন।”

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *