বিপিএলে নতুন রূপে সিলেট টাইটান্স
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমকে ঘিরে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বৃহস্পতিবার (৬ নভেম্বর) চূড়ান্ত হয়েছে এবারের পাঁচটি দলের নাম—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস।
এর মধ্যে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি—‘সিলেট টাইটান্স’। নাম ঘোষণার পরই দল গোছানো শুরু করেছে তারা। ইতোমধ্যে দলে যুক্ত হয়েছে একাধিক তারকা ক্রিকেটার ও নতুন কোচিং স্টাফ।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এবং শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশি খেলোয়াড়দের মধ্যে আগেই দলে ভিড়িয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। অলরাউন্ডার মিরাজের কাঁধেই দেওয়া হয়েছে দলের অধিনায়কত্বের দায়িত্ব।
কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। প্রধান কোচ হয়েছেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ কোচ সোহেল ইসলাম। পেস বোলিং কোচ হিসেবে থাকছেন সৈয়দ রাসেল, আর ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন কিমস্লে রব।
এর আগে গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এবারের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা নির্ধারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- রংপুর রাইডার্স পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস
- চিটাগং রয়েলস পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস
- রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে নাবিল গ্রুপ
- সিলেট টাইটান্স পেয়েছে ক্রিকেট উইথ সামি
- ঢাকা ক্যাপিটালস পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)
এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে দলগুলোর প্রস্তুতি ও স্কোয়াড ঘোষণা ঘিরে জমে উঠছে টুর্নামেন্টের উত্তাপ।

