সাভারে সেনাবাহিনী–পুলিশ যৌথ অভিযানে ছিনতাইকারী চক্র ও নিষিদ্ধ নেতাকর্মী গ্রেফতার
সাভারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যসহ নিষিদ্ধ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে সোমবার (১০ নভেম্বর) ভোররাতে।
অভিযানে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে পথচারী ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও অর্থ ছিনতাই করা ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি এবং ৯টি মোবাইল ফোনসহ বিভিন্ন অপরাধমূলক জিনিসপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আজহার (৩২), রকিবুল (২৩), কাওসার (২৪), আফজাল (২৯), জুঁই (২৬) ও আরিফুল ইসলাম (২৩)।
অন্যদিকে, সাভার মডেল থানার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশবিরোধী ব্যানার ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতা, আইনশৃঙ্খলা অস্থিতিশীল করা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—পিওস (২১), সালমান (২২), রাব্বি (২০), শাকিল (২৪), সোহাগ (১৮), আমির হোসেন (৫০), রুবেল (২৮), শাকিল আহমেদ জয় (২৯), নিত্য বাবু রাজবংশী (৫৫), মিজানুর রহমান রাসেল (৪২), টিপু সুলতান (২৭) এবং শরিফুল ইসলাম (৩২)।
সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত ইসলাম জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরা ও ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের জন্য অভিযান চালানো হচ্ছে।

