দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির বাস্তবায়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে সাধারণ শিশু শিক্ষার্থীরা পাঠদানে বিঘ্নের মুখে পড়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন শিক্ষকরা। সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো— ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি।
অবস্থানরত শিক্ষকরা জানান, তৃতীয় শ্রেণির বেতন দিয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়। দাবি না মানা হলে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতা মু. মাহবুবর রহমান বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে।”
বর্তমানে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। এতে প্রায় ৯৬ লাখ শিক্ষার্থী পড়াশোনায় বিঘ্নিত হচ্ছেন। তবে শিক্ষকদের আশ্বাস, দাবি আদায় হলে শুক্র-শনিবার পাঠদান বৃদ্ধি করে ক্ষতি পূরণ করা হবে।
আজ বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল অর্থ ও গণশিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এতে কোনো সমাধান আসার আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি, যেখানে কর্মরত রয়েছেন ৩ লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক। আগামী ১ ডিসেম্বর থেকে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতেও প্রভাব পড়ছে। এছাড়া দীর্ঘ ১৬ বছর পর ডিসেম্বরের শেষ সপ্তাহে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতেও বাধা পড়েছে।

