১১ কোটির অবৈধ সম্পদ: সাবেক আইজিপির বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের

১১ কোটির অবৈধ সম্পদ: সাবেক আইজিপির বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের

নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা তদন্ত শেষে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য সংগ্রহের জন্য চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুদকের পক্ষ থেকে চার্জশিট অনুমোদনের তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, বেনজীরের পরিবারের বিরুদ্ধে মানিলন্ডারিংসহ আরও কয়েকটি দুর্নীতির মামলা বর্তমানে তদন্তাধীন, যা পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ায় নেওয়া হবে।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, “বেনজীরের বিরুদ্ধে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানে অত্যাধুনিক ফ্ল্যাট, জমি, বিলাসবহুল রিসোর্টসহ সম্পদের মালিকানা তার নামে রয়েছে। এই অঢেল সম্পদ গড়ে তোলার অভিযোগে দুদক তদন্ত করছে। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও তার সম্পদের খোঁজ মিলেছে।”

তিনি আরও বলেন, “বেনজীরের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় থাকা সম্পদ এবং ব্যবসায়িক বিনিয়োগের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি পাঠানো হয়েছে।”

এদিকে, অগ্রণী ব্যাংকের ফ্লোর স্পেস ক্রয়ে ২২ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ব্যাংকের সাবেক দুই এমডি সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামস-উল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুদক।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *