সিলেটে ঝটিকা মিছিলে পর এবার নিষিদ্ধ ছাত্রলীগের মশাল শোভাযাত্রা

সিলেটে ঝটিকা মিছিলে পর এবার নিষিদ্ধ ছাত্রলীগের মশাল শোভাযাত্রা

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীরা তিন দিনের ব্যবধানে আবারও মিছিল করেছে। শুক্রবার ঝটিকা মিছিলের পর সোমবার রাতে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় তাঁরা মশাল হাতে শোভাযাত্রা করেন। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতা–কর্মী মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়ক দিয়ে এগিয়ে যাচ্ছেন। তাঁদের মুখে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মানি না মানবো না অবৈধ সরকার’, ‘রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে’ ইত্যাদি স্লোগান।

মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ এবং ‘ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার মানি না, মানবো না’। ব্যানারে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নামও দেখা গেছে।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ওই মিছিলের ভিডিও দেখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *