এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মাদক নিয়ে আটক

এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মাদক নিয়ে আটক

চট্টগ্রামের পটিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খরনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দুইটি মাইক্রোবাস থেকে ৬০ হাজার ইয়াবা বড়ি ও প্রায় আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কর্মকর্তা হলেন মো. আবদুল্লাহ আল মামুন (৪১)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম ‘খ’ সার্কেলের পটিয়ার মুজাফ্ফরাবাদ কার্যালয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তাঁর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে র‍্যাব সদস্যরা খরনা এলাকায় তল্লাশিচৌকি বসান। তল্লাশিচৌকি দেখে গাড়িগুলো পালানোর চেষ্টা করলে দুইটি মাইক্রোবাসই আটক করা হয়।

তল্লাশিতে আবদুল্লাহ আল মামুনের প্যান্টের পকেট থেকে ১০টি ইয়াবা বড়ি, একটি ওয়াকিটকি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোগোযুক্ত কটি ও ক্যাপ, এবং গাড়ি থেকে ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়। অপর মাইক্রোবাসটির চালকের আসনের নিচ থেকে উদ্ধার হয় ৬০ হাজার ইয়াবা বড়ি, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

গ্রেপ্তার অন্য চারজন হলেন কুমিল্লার মুরাদনগরের মো. মাঈনুদ্দীন (৩০), চট্টগ্রামের পটিয়া পৌরসভার রাশেদুল আলম (৩৮) ও জসিম উদ্দিন (৪১), এবং জামালপুরের সরিষাবাড়ীর জুনায়েদ তানভীর তরফদার (২৯)। তবে একটি মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন।

রোববার পটিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়। মামলায় এএসআই আবদুল্লাহ আল মামুনকে প্রধান আসামি করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দে বলেন, অভিযানে জব্দ হওয়া মাইক্রোবাসের একটি এএসআই আবদুল্লাহ আল মামুনের মালিকানাধীন। পলাতক চালক ওই গাড়িরই চালক। গ্রেপ্তার আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *