ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেছেন, দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে খুনি হাসিনার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাতে হবে। তিনি আরও অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গী সংগঠন।
মঙ্গলবার (১১ নভেম্বর) ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচিতে অংশ নিয়ে সাদেক কায়েম জানান, সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুই হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে কর্মসূচিটি শুরু হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে পৌঁছে।
সাদেক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে। তবে খুনি হাসিনা ও তার নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের লোকেরা এখনো বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় আছে। তাদের শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। বাংলাদেশ থেকে এই দোসরদের সমূলে উৎপাটন করতে হবে।”
ডাকসু ভিপি আরও বলেন, “জকসু নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। আমরা চাই না শিক্ষক বনাম ছাত্র পরিস্থিতি তৈরি হোক। কর্তৃপক্ষের কাছে আহ্বান, পক্ষপাতিত্ব করবেন না।”
তিনি শিক্ষার্থীদের প্রতি শরীরচর্চার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “ফিজিক্যাল ফিট থাকা দেশের জন্য কিছু করার ক্ষেত্রে অপরিহার্য। আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, যার একটি কারণ হলো নিয়মিত শরীরচর্চার অভাব।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, শাখা সভাপতি রিয়াজুর ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

