ট্রেনে বিস্ফোরণ,অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী

ট্রেনে বিস্ফোরণ,অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চোরাকারবারির ফেলে দেওয়া ভারতীয় আতশবাজির বস্তা একটি চলন্ত ট্রেনের নিচে পড়ে বিস্ফোরিত হয়েছে। ঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও, কয়েক শতাধিক যাত্রী আতঙ্কিত হন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বুড়িচং উপজেলার পীতাম্বর এলাকার রেয়াছত আলী ফকির মাজার সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চোরাকারবারিরা প্রতিদিন সালদানদী ও শশীদাল স্টেশনের মাধ্যমে চট্টগ্রামগামী ট্রেনে ভারতীয় অবৈধ পণ্য পাচার করে। ওইদিন সদর রসুলপুর স্টেশনে ম্যাজিস্ট্রেটের অভিযানকে টের পেয়ে তারা ট্রেন থামার আগেই বস্তা ফেলে দেয়।

বিস্ফোরণের সময় ট্রেনে প্রচণ্ড ঝাঁকুনি লাগে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। তবে আগুন না লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সবাই। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর এলাকাবাসী ফেলে দেওয়া পণ্য সংগ্রহ করতে এগিয়ে আসে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব অবৈধ মালামাল ট্রেনে তুলে দেওয়ার কাজে কখনও কখনও কিছু ট্রেন কর্মকর্তা ও স্টেশন মাস্টার জড়িত থাকতে পারেন। স্থানীয় চোরাকারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাদক ও ভারতীয় অবৈধ পণ্য রেলযোগে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছে।

সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী জানান, ম্যাজিস্ট্রেট সানোয়ার জাহানের নেতৃত্বে চট্টলা এক্সপ্রেসে অভিযান চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *