মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সুমল লালের গোডাওনে সেনা ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানা ধ্বংস করা হয়েছে। অভিযানটি সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের টহল দল ও পুলিশের টহল দলের সমন্বয়ে পরিচালিত হয়।
জয়েন্ট টহল দল গোডাউনটি তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে সীসা কার্তুজ, লোহার বাট, ব্যারেল, রিকয়েল স্প্রিং, ওয়েল্ডিং ও ড্রিল মেশিন, লোহার বোল্ট এবং লেদ মেশিন। উদ্ধারকৃত সরঞ্জামাদি পরে সদর থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, কারখানাটি আসন্ন জাতীয় নির্বাচন এবং ১৩ নভেম্বরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত সংঘর্ষেও এই অস্ত্র ব্যবহৃত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ ও ১০ নভেম্বর সদর উপজেলার চর ডুমুরিয়া, সোলার চর ও নয়াকান্দি এলাকায় স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে তুহিন দেওয়ান (২২) ও আরিফ মীর (৩৭) নিহত হন।

