বাড়ানো হলো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

বাড়ানো হলো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও তিন মাসের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কর্মকর্তাদের এই ক্ষমতা ২০২৫ সালের ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। প্রজ্ঞাপনটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীনে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা থাকবে এসব কর্মকর্তার।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সে সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৭ সেপ্টেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে সরকার ধাপে ধাপে এই ক্ষমতার মেয়াদ বাড়িয়ে আসছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। ওই সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *