আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে আইরিশ দল ৭ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে।
দলের ওপেনার পল স্টারলিং ৬০ রান ও চেড কারমাইকেল ৫৯ রান করে আউট হন। ৪৪ রান করে ফেরেন কার্টিস ক্যাম্পার, আর লরকান টার্কার ৪১ রান যোগ করেন। প্রথম দিনের খেলার শেষ বলেই আউট হন জর্ডান নিল; তাকে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।
আজকের খেলা শেষে বাংলাদেশ দল অবশ্যি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে, আর বাকি দিনের খেলা ভালো সংগ্রহের দিকে এগোবে কিনা সেটাই দেখার বিষয়।

