মাইলস্টোন ট্রাজেডি: ১১৪ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরল আরও দুই শিক্ষার্থী

মাইলস্টোন ট্রাজেডি: ১১৪ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরল আরও দুই শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ১১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী — সাইবা জাহান সাইমা (১০) ও সাইরা জাহান (১০) — অবশেষে বাড়ি ফিরেছেন। তারা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রী।

বুধবার (১২ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসির উদ্দীন।

ডা. নাসির উদ্দীন জানান, ২১ জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের অনেক শিক্ষার্থী দগ্ধ হয়েছিলেন। সাইবার দেহের ১০ শতাংশ এবং সাইরার দেহের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। প্রায় চার মাস তারা চিকিৎসা নিয়েছেন। বর্তমানে আরও তিনজন শিক্ষার্থী ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *