ডানেডিনে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়ে ৩–১ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ বল হাতে রেখেই ৮ উইকেটে জয় পায় মিচেল স্যান্টনারের দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই চাপে পড়ে। ৩ ওভারের আগেই দলের স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই ৪ উইকেট হারায় তারা। পরে রোস্টন চেজের ৩৮ ও রোমারিও শেফার্ডের ৩৬ রানের ইনিংসে ভর করে দলটি ১৮.৪ ওভারে ১৪০ রানে অলআউট হয়।
নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ৩৫ রানে ৪টি উইকেট তুলে নিয়ে তিনি হন ম্যাচসেরা ও সিরিজসেরাও। জিমি নিশাম নেন ২ উইকেট।
১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ওপেনার টিম রবিনসন (৪৫) ও ডেভন কনওয়ে (৪৭*) মিলে গড়ে তোলেন ৬৯ রানের জুটি। পরে রাচিন রবীন্দ্র (২১) ও মার্ক চাপম্যান (২১*) মিলে দলকে সহজ জয় এনে দেন।
এই জয়ে ডানেডিনে নিজেদের অজেয় ধারা আরও দীর্ঘ করল নিউজিল্যান্ড। এই মাঠে এখন পর্যন্ত খেলা ১৮টি আন্তর্জাতিক ম্যাচের সবকটিতেই তারা জিতেছে—যা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ভেন্যুতে এক দলের টানা জয় ধরে রাখার রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতে লড়াই করলেও শেষ ম্যাচে ছন্নছাড়া ও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে। প্রথম ম্যাচে তারা জিতেছিল ৭ রানে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হেরেছিল যথাক্রমে ৩ ও ৯ রানে, চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৪ ওভারে ১৪০ (চেজ ৩৮, শেফার্ড ৩৬; ডাফি ৪/৩৫, নিশাম ২/৩১)
নিউজিল্যান্ড: ১৫.৪ ওভারে ১৪১/২ (কনওয়ে ৪৭*, রবিনসন ৪৫; শেফার্ড ১/২১, স্প্রিঙ্গার ১/৮)
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: নিউজিল্যান্ড ৩–১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা ও সিরিজসেরা: জ্যাকব ডাফি

