সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিংয়ে ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়, তাঁর পর দ্রুতই ফেরেন আগের দিন অপরাজিত থাকা মুমিনুল হক।
ম্যাকব্রাইনের স্পিনে সমস্যায় পড়ে মাহমুদুল ২৮৬ বলে ১৭১ রানের দারুণ ইনিংস খেলে উইকেটের পেছনে ক্যাচ দেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা।
মাহমুদুল আউট হওয়ার পর মাঠে নামেন মুমিনুল হক। আগের দিন অপরাজিত থাকা এই বাঁহাতিও টিকতে পারেননি বেশি সময়। ম্যাকব্রাইনের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি, আউট হওয়ার আগে করেন ১৩২ বলে ৮২ রান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ১০ এবং মুশফিকুর রহিম ১ রানে অপরাজিত আছেন।

