২৫ বছরে প্রথমবার: বাংলাদেশ গড়ল ঐতিহাসিক রেকর্ড

২৫ বছরে প্রথমবার: বাংলাদেশ গড়ল ঐতিহাসিক রেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। দলের ওপেনাররা দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে প্রথমবার এক ইনিংসে শীর্ষ ৪ ব্যাটার সবাই ফিফটির দেখা পেয়েছেন।

দ্বিতীয় দিনের খেলার শুরু থেকেই বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে চলে আসে। দ্রুত আইরিশদের অলআউট করার পর ব্যাট হাতে দলের ব্যাটিং লাইনআপ শান দেখাতে শুরু করে। ওপেনার সাদমান ইসলাম ১০৪ বলে ৮০ রান করেন। তার ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান ২৮৬ বলে ১৭১ রান করে দলের সর্বোচ্চ ইনিংস খেলেন।

তিনে নামা মুমিনুল হক ১৩২ বলে ৮২ রান করেন এবং আজ সকালে আউট হন সেঞ্চুরির মাত্র ১৮ রান আগে। চারে নামা নাজমুল হোসেন শান্তও দ্রুত ফিফটি পূর্ণ করেন। এই পারফরম্যান্সের ফলে টেস্ট ইতিহাসে প্রথমবার বাংলাদেশের শীর্ষ ৪ ব্যাটার সবাই এক ইনিংসে ৫০ বা তার বেশি রান করেন।

এটি বাংলাদেশের টেস্ট ব্যাটিং ইতিহাসে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *