অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচনের পূর্বে গণঅভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, নাহলে জাতি একটি মহাবিপদের মুখোমুখি হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস স্মরণ করিয়ে দিয়েছেন, প্রায় দেড় দশক ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন তারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। তাই অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এর আগে তিনি একাধিকবার এই আশঙ্কা প্রকাশ করেছেন।
ড. ইউনূস বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ে দেশবাসী যে ঐক্য সৃষ্টি করেছিল, সেই ঐক্যের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমাদের অল্পস্বল্প ভিন্নমত বা লঘু বিবাদে বিভক্ত হওয়া চলবে না। ১৩৩ শিশু, শত শত তরুণ-তরুণী, নারী ও পুরুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষের অঙ্গহানির আত্মত্যাগকে সম্মান জানাতে হবে।”
তিনি আরও যুক্ত করেন, “দেশের জনগণ চায়, আমরা এই অগণিত হতাহতের স্মৃতিকে সম্মান জানিয়ে ভিন্নমতের প্রতি সহিষ্ণুতা দেখাই। দলীয় স্বার্থের উপরে জাতীয় চাওয়া ও সম্মিলিত আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিই।”
ড. ইউনূস আশা প্রকাশ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো জাতির বৃহত্তর স্বার্থে নির্দেশ মেনে চলবে। তিনি উল্লেখ করেন, “একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে, যা নতুন বাংলাদেশ গঠনের দ্বারপ্রান্তের সূচনা করবে।”

