পাকিস্তানের সঙ্গে ম্যাচে ফাটল মাথা,হাসপাতালে ভর্তি বাংলাদেশ তারকা

পাকিস্তানের সঙ্গে ম্যাচে ফাটল মাথা,হাসপাতালে ভর্তি বাংলাদেশ তারকা

বাংলাদেশ-পাকিস্তান হকি ম্যাচে খেলার শুরুতেই অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলো। ম্যাচের প্রথম চার মিনিটে বাংলাদেশের বক্সে বল দখলের লড়াইয়ে পাকিস্তানের খেলোয়াড়ের স্টিক মাথায় লাগে রোমান সরকারকে। সঙ্গে সঙ্গে রোমানের মাথা থেকে রক্ত ঝরে পড়ে।

স্ট্রেচারে করে তাঁকে টার্ফ থেকে সরিয়ে নিয়ে যায়। স্টেডিয়ামে উপস্থিত চিকিৎসকরা ব্যান্ডেজ করে প্রথমিক চিকিৎসা দেন। তবুও রক্ত থামেনি, যার কারণে রোমানকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোমান আঘাত পাওয়ার পর পাকিস্তান দলের অ্যাকশন থেকে পেনাল্টি গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক আহমেদ বাট।

ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে বাংলাদেশ সমতা আনে। রকির বাড়ানো বলটি হুজায়িফা রিভার্স হিটে জোরালো শটে জালে পাঠিয়ে বাংলাদেশের খাতা খুলে দেন।

এ পর্যন্ত হকিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি। বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। সিরিজের জয়ী দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *