দুর্গাপুরে নিষিদ্ধ সংগঠনের ছয় নেতা–কর্মী গ্রেফতার

দুর্গাপুরে নিষিদ্ধ সংগঠনের ছয় নেতা–কর্মী গ্রেফতার

দুর্গাপুরে আওয়ামী লীগের ছয় নেতা–কর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল ও দিবাগত রাতের সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, এছাড়া আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া ও শাহ আলম।

দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল এই ছয়জন। তাদের গ্রেপ্তারের পর মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোর্পদ করা হয়েছে। তবে পুলিশি তৎপরতায় এখন পর্যন্ত দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এলাকায় কড়া নজরদারি চলছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *