শেষ বিকেলের খেলায় ইনিংস ব্যবধানে জয়ের আশা জাগাল বাংলাদেশ

শেষ বিকেলের খেলায় ইনিংস ব্যবধানে জয়ের আশা জাগাল বাংলাদেশ

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ২১৫ রানে এগিয়ে আছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৮৬ রান সংগ্রহে ৫ উইকেট হারিয়েছে। টাইগাররা ইনিংস ব্যবধানে জয়ের পথে রয়েছে।

বাংলাদেশের বল হাতে দারুণ পারফরম্যান্স দেখা গেছে। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে ৩০১ রানের লিড নেয় টাইগাররা। বাংলাদেশের হয়ে মাহমুদুল হাসান জয় ১৭১ রান, নাজমুল হোসেন শান্ত ১০০ রান এবং লিটন দাস ৬০ রান করেন। এছাড়া মুমিনুল হক করেন ৮২ রান।

তৃতীয় দিনের তৃতীয় সেশনে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। শুরুতেই নাহিদ রানা ওপেনার ক্যাডে কারমাইকেলকে ৮ বলে ৫ রানে আউট করেন। আরেক ওপেনার পল স্টার্লিং কার্যকরী ব্যাটিং খেলছিলেন, কিন্তু ৫৯ বলে ৪৩ রানে তিনি রান আউট হয়ে যান নাজমুল হোসেন শান্তের দুর্দান্ত থ্রোতে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে হ্যারি টেক্টরকে এলবিডব্লিউ আউট করেন তাইজুল ইসলাম। ৪৭ বলে ১৮ রান করা টেক্টরকে ফেরানো হয়।

শেষ দিকে কার্টিস ক্যাম্ফার এবং লরকান টাকার কিছু প্রতিরোধ গড়লেও বাংলাদেশের বোলাররা চাপ কমতে দেননি। ১৯ বলে ৫ রান করা ক্যাম্ফারকে ফিরিয়ে দেন হাসান মুরাদ। ২০ বলে ৯ রান করা লরকান টাকারকেও মুরাদ ফেরান। এর ফলে ২৯ ওভারে আয়ারল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে।

বাংলাদেশের হয়ে হাসান মুরাদ ২টি উইকেট নেন। নাহিদ রানা এবং তাইজুল ইসলাম ১টি করে উইকেট শিকার করেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *