ক্রিকেট প্রেজেন্টর ইয়াশা সাগর সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার পেশাগত জীবনের চাঞ্চল্যকর অভিজ্ঞতা প্রকাশ করেছেন। ইয়াশা জানান, বাংলাদেশে টেলিভিশন জগতে কাজের সময় তাকে ভুলভাবে চোরের লেবেল দেওয়া হয়েছিলো।
তিনি আরও উল্লেখ করেছেন, ম্যানেজমেন্টের কেউ তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন চাইতেন, যা তিনি অস্বীকার করেছেন। ইয়াশা জানান, স্টুডিওতে তাকে রাত পর্যন্ত রাখার চেষ্টা করা হতো এবং এক ধরনের কাজের আড়ালে অন্য প্রমোশন করানো হতো।
ইয়াশা সাগরের এই বয়ান সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করেছেন যে, সব প্রকাশিত তথ্যের পেছনে তিনি শুধু সত্যই বলেছেন।
সূত্র: Star Cinegolpo

