সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলা অনুসন্ধানে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) গ্রেপ্তার হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী রামপুরার তাঁর অফিস থেকে তাকে হাতিরঝিল থানার পুলিশ ধরিয়ে দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান নিশ্চিত করেছেন গ্রেপ্তারির বিষয়টি। তার মতে, গত ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রিয়া মনির পক্ষ থেকে হিরো আলমের বিরুদ্ধে মারধর, ভয়ভীতি ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। মামলায় আরেক আসামি হিসেবে নাম রয়েছে আহসান হাবিব সেলিমের।
বিবরণ অনুযায়ী, হিরো আলম এবং রিয়া মনির মধ্যে মনোমালিন্য তৈরি হলে তিনি তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরবর্তী সময়ে বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার নামে হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডাকা হয়, যেখানে প্রায় ১০–১২ অচেনা ব্যক্তি তাঁকে এবং তার পরিবারের সদস্যদের গালাগালি করেন। এরপর অবৈধভাবে তাঁর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করা হয়—মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। এই ঘটনায় বাদীর ঘাড়ে থাকা দেড় ভরি ওজনের সোনার চেইনও চুরি হয়ে যায়।

