স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে মোতায়েন থাকবে। এই সময়ের মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন একদিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী সময়সীমা সমন্বয় করা হতে পারে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে মাঠে রয়েছে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য। নির্বাচনের সময় এই সংখ্যা বাড়িয়ে প্রায় এক লাখ করা হবে। এছাড়াও বিজিবি প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী ৫ হাজার, কোস্টগার্ড ৪ হাজার, র্যাব প্রায় ৮ হাজার এবং আনসার বাহিনীর সদস্য প্রায় সাড়ে পাঁচ লাখ মোতায়েন থাকবেন। এবারের নির্বাচনে আনসারের ভূমিকা বিশেষ গুরুত্ব পাবে এবং তাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।
নিরাপত্তা নিয়ে নিশ্চিত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
সরকার পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বর্তমান সরকার পতন কোনো এক বা দুই ব্যক্তির কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে এটি ঘটেছে। “আপনারা দেখেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনও চলে গেছে। এটি ব্যক্তিগত কারণে নয়, জনগণের ইচ্ছার ফল,” যোগ করেন তিনি।

