ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন হাবিবুর রহমান সোহান। তিনি গড়ে তুললেন বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। আজ এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে মাত্র ৩৫ বলে শতক তুলে এই রেকর্ডটি নিজের নামে রেকর্ড করেছেন।
কাতারের দোহায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে হংকং বাংলাদেশকে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয়। তবে সোহানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ সেটি তাড়া করে মাত্র ৫৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।
প্রথম ওভারে তিনটি ছক্কা মেরে ম্যাচের ধারা বদলে দেন সোহান। দ্বিতীয় ওভারে তিনটি চার এবং আরও একটি ছক্কা মেরে তিনি তাণ্ডব চালান। এরপর থেকে পাওয়ারপ্লের প্রতিটি ওভারে বড় রান সংগ্রহ করে দলকে এগিয়ে নিয়ে যান। প্রথম ছয় ওভারের শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৭ রান, এমনকি সবচেয়ে ‘খারাপ’ ওভার থেকেও আসে ১৩ রান।
এশিয়া কাপ ইমার্জিং স্টার্সে ভারতের বিপক্ষে সোহান পূর্বে ৩২ বলে শতক করেছিলেন। তবে আজ ৩৫ বলে সেঞ্চুরি তুলে দেশের দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড স্থাপন করেছেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন পারভেজ হোসেন ইমন, যিনি ২০২০ সালে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন।

