আগামী ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছে। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিবেশ, মাঠ পর্যায়ের প্রস্তুতি, জননিরাপত্তা এবং পর্যটন এলাকায় বিশেষ নজরদারি বিষয়ক পরিকল্পনা আলোচনা করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে দেয়া হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ভোটের পরিবেশ গড়ে তোলা সরকারের প্রধান লক্ষ্য।”

